রোনালদোর ক্লাব আল নাসর, সৌদি প্রো লিগে যাদের সময়টা খুব ভালো যাচ্ছেনা।
গতকাল রাতে আল কাদিসিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল আল নাসর।
৮৬ মিনিট পর্যন্ত ম্যাচ ১-১ গোলের সমতায় ছিলো। এরপর রোনালদো ক্লাচ গোল দিয়ে নাসরকে জেতাতে না পারলেও পিয়েরে ওবামেয়াং এর গোলে ২-১ গোলে জয় পায় কাদিসিয়াহ।
ফলে সৌদি লিগ জেতার লড়াই থেকে একদম ছিটকে গিয়েছে রোনালদোর ক্লাব। আর রোনালদো রানিং ৫ বছর বঞ্চিত হলেন ডোমেস্টিক লিগ জেতা থেকে।