দানি ওলমো, বার্সেলোনার ট্রফি রানের জন্য এই প্লেয়ারটা যে কতোটা গুরুত্বপূর্ণ তা বলে বুঝানো সম্ভব।

দানি ওলমো, বার্সেলোনার ট্রফি রানের জন্য এই প্লেয়ারটা যে কতোটা গুরুত্বপূর্ণ তা বলে বুঝানো সম্ভব।

টাইট স্পেস, ফ্রি রোমিং রোমে, লো ব্লকের বিপক্ষে গোল বাইর করাতে হি ইজ যাস্ট মনস্ট্রাস! আজকে লামিনের সাথে সে নামার পর খেলার পুরা ট্রাজেক্টরি চেঞ্জ হয়ে যায়। স্পেসগুলা এতো চমৎকারভাবে কাজে লাগায় ওলমো যা আসলে wonderful। ওলমোকে ইঞ্জুরী থেইকা বাচায় রাখতে বার্সার উচিত তাকে ফ্রিজের মইধ্যে রাইখা দেওয়া ইন্টার ম্যাচের আগ পর্যন্ত।

বার্সেলোনা ইন্টার মিলানের লো ব্লক ভাঙ্গার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ারটা এই ওলমো। বার্সা যতবার লো ব্লকে স্ট্রাগল করছে এই সিজনে, ততবার এই ওলমো গোল দিয়ে বাচাইছে, অথবা একটা চমৎকার ম্যাচ খেলছে। সিজনের শুরুর দিকের কথাই চিন্তা করেন। এইরকম মিনিমাম দুইটা ম্যাচ ছিলো যেখানে ওলমো ম্যাচ উইনিং গোল করে খেলা জিতায় সেকেন্ড হাফে। লো ব্লকের বিপক্ষে সে মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনাল থার্ডে তার স্পেস ইউটিলাইজ করাটা আমাদের জন্য হবে ট্রাম্প কার্ড। যাস্ট ইঞ্জুরীতে থেইকা বাইচা থাকলেই হবে। আরেকটা জিনিস, দানি ওলমো ইঞ্জুরী থেকে ব্যাক করে কখনো স্লো থাকে না। সে ইঞ্জুরীতে যাওয়ার আগে যেই ফর্ম নিয়ে যায়, ইঞ্জুরী থেকে এসে হয় আরো বেটার হয় ফর্ম নাহম সেইম থাকে। ডিক্লাইন হয় না।

তবে এর আগে কোপা দেল রে ফাইনাল আছে। সেটা জিততে হবে। দানি ওলমো সেখানেও আশা করি জ্বলে উঠবে। বার্সেলোনার লালিগা এখন হাতছাড়া করাটা হবে পিউর ডিসগ্রেস!

Leave a Comment